স্বাধীনতার প্রকৃত অর্থ হলো ব্যক্তি বা সমাজের মনের মধ্যে নিজের চিন্তা, মতামত ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। এটি মানবিক মুক্তি ও অধিকারের একটি মূলপ্রাণ হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতা মানবিক প্রগতি, স্বাধীন বিচার ও বস্তুনিষ্ঠ সমাজের আবশ্যক শর্ত। এটি মহান বীরমুক্ত মানব হিসেবে মানবিক জীবনের সর্বাঙ্গীণ অংশ।
