@ইসলাম ধর্মের রং সবুজ, বৌদ্ধ ধর্মের রং গেরুয়া, খ্রিস্টান ধর্মের রং সাদা, ইহুদি ধর্মের রং নীল, তাহলে হিন্দু ধর্মের রং কী? প্রশ্ন কর্তার মনে প্রশ্নটি জাগার মূল কারণ মূলত এটাই হতে পারে।
আসলে বলতে কি, হিন্দু ধর্ম কোনো রং দিয়ে চলে না। হিন্দু ধর্ম চলে মূলত যুক্তি এবং তর্ক দিয়ে। রং দিয়ে কী হয়? রং না দিলে কি সেটা ধর্মের মধ্যে গণ্য হবে না? রং দিয়ে কি কোনো ধর্ম চলা সম্ভব? নাকি রং ছাড়া কোনো ধর্ম চলা সম্ভব না?
তারপরেও আমাকে এখানে বলতে হবে হিন্দু ধর্মের রং কী? কারণ রংও একটা ভূমিকা রাখে ধর্মীয়দের উপস্থাপন করতে। সুতরাং যেকোনো একটা রং তো হতেই হবে তাই না?
হিন্দু ধর্মের লোকেরা সবচেয়ে বেশি পছন্দ করেন লাল রং অথবা গেরুয়া রং।
সুতরাং বলাই যেতে পারে যে হিন্দু ধর্মের রং লাল অথবা গেরুয়া। |