এখানে এই দুটো শব্দের মধ্যে (রং এবং রঙ) রঙ শব্দটাই সঠিক। তবে বানানে ভুল হলে বাংলা ভাষায় ততটা অসুবিধা হয় না। উদ্দেশ্য, ভাব এবং অর্থ কি তা কিন্তু বুঝায় যায়। আপনি দুটোই ব্যবহার করতে পারেন রং অথবা রঙ। তাতে কোনো সমস্যা নেই। ভুলটা লিখে ফেললেও কিন্তু শব্দের অর্থটা কিন্তু সেইম থাকবে, পাল্টাবে না।
সুতরাং বানান নিয়ে টানাটানি না করে ভাষা নিয়ে টানাটানি করুন।